বগুড়ায় ঈদের পরদিন ৩২ জনের করোনা শনাক্ত
বগুড়ায় ২৪ ঘন্টায় ১০১ টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও ৩২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯২৬ জন। নতুন করে আরও ২০ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪৮ জন। নতুন করে করোনা আক্রান্ত হয়ে ১ মৃত্যুবরণ করায় বগুড়ায় মোট মৃত্যুর সংখ্যা ১০৭ জনে দাঁড়িয়েছে ।
সোমবার, ৩রা আগষ্ট সকাল ১১ টায় অনলাইন ব্রিফিংয়ে খবরটি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ ফারজানুল ইসলাম।
২৪ ঘন্টায় করোনা শনাক্তদের মধ্যে পুরুষ ২৭ জন, নারী ৪ জন, শিশু ১ জন।
সংক্রমিত দের মধ্যে সদরে ২৬জন, শিবগঞ্জে ৩জন, গাবতলী ২জন এবং আদমদীঘি একজন করোনা আক্রান্ত হয়েছেন।
২রা আগষ্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে বগুড়া ৭০ টি নমুনা পরীক্ষার মধ্যে ফলাফলে করোনা পজিটিভ এসেছেন ১৮ জনের করোনা পজিটিভ এসেছে এবং টিএমএসএসের আর টি পিসিআর ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৪ জনের করোনা পজিটিভ এসেছে।