আদমদিঘী উপজেলা

সান্তাহারে রক্তদহ বিলে নৌকা ডুবে মা ছেলের মর্মান্তিক মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের পার্শ্বে রক্তদহ বিলে নৌকা ডুবে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রক্তদহ বিলের কছিমনের দরগা এলাকায় নৌকা ডুবির এই ঘটনা ঘটে। নৌকার অন্যান্য যাত্রীরা সাঁতরিয়ে কুলে উঠে প্রানে রক্ষা পায়।

স্থানীয় সূত্রে জানা যায় : সান্তাহার ইউনিয়ন সান্দিড়া গ্রামের বাসিন্দা আব্দুল হাই সিদ্দিক জানান, মঙ্গলবার বেলা ১২’টার দিকে উপজেলার সান্দিড়া গ্রামের প্রায় ২০ জন নারী, পুরুষ ও শিশু নৌকা চড়ে বিল পাড়ের করজবাড়ী গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। নৌকাটি বিলের মাঝামাঝি স্থানে গেলে নৌকার পাটাতন (তলা) হঠাৎ ফেটে যায় এবং যাত্রীসহ বিলের পানিতে ডুবে যায়। এ সময় বেশির ভাগ যাত্রী সাঁতরিয়ে তীরে উঠলেও ওই গ্রামের শহিদ হোসেনের স্ত্রী চাঁদনী বেগম (২৫) এবং তার শিশু সন্তান সাদ (৫) বিলের পানিতে ডুবে যায়। পরে তাঁদের উদ্ধার করে সান্তাহার শহরের একটি ক্লিনিকে নেয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নৌকা ডুবির কারন খতিয়ে দেখা হচ্ছে ।

এই বিভাগের অন্য খবর

Back to top button