বঙ্গবন্ধু সেতুতে ঈদকে ঘিরে রেকর্ড পরিমান টোল আদায়
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বারের মতো এবারের ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া থাকলেও, বাড়ি ফেরা মানুষের ঢল ছিলো চখে পড়ার মতো।ছিল না তেমন সচেতনতা।গাদাগাদি করে বাস-ট্রাকে চেপে বাড়ি ফিরেছেন উত্তরাঞ্চলের মানুষেরা।
এবার ঈদের আগের দিন সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৪৮ হাজার ৩২১টি যানবাহন পারাপার হয়। এতে রেকর্ড পরিমান ২ কোটি ৮৪ লাখ টাকার টোল আদায় হয়েছে বলে জানাই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) এর টোল আদায় ব্যবস্থাপনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী আহসান নাসির।
তবে যানজট ও দুর্ভোগের সড়ক হিসেবে খ্যাত ঢাকা-হাটিকুমরুল-রাজশাহী এবং পাবনা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কে এবার যানজট ছিল না। তাই নির্বিঘ্নে যাত্রীবাহী পরিবহন চলাচল করতে পেরেছে।
বগুড়া হাইওয়ে পুলিশ বগুড়া উপবিভাগীয় পুলিশ সুপার এবং সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানান মহাসড়কে যানবাহন কম চলবে বলে ধারনা করেছেন কিন্তু এমন ধারণা বদলে দিয়েছে। তএবার শুধু ঈদের আগের বুধবারে সিরাজগঞ্জের দুটি মহাসড়ক দিয়ে ৩৫ হাজার ৮৫৫টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত প্রায় ১৫ হাজার যানবাহন চলাচল করে। সিরাজগঞ্জের দুটি। মহাসড়কসহ বগুড়া ও রংপুরের মহাসড়ক পর্যন্ত হাইওয়ে পুলিশের ৬৫০ জন সদস্য দায়িত্ব পালন করেছেন অন্যদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জের প্রায় ২৫০ জন পুলিশ সদস্য সহ হাইওয়ে পুলিশ কাজ করেছে।
করোনার এই প্রাদুর্ভাব এর মধ্যেও ঈদুল আজহার আগের দিন ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে রেকর্ডসংখ্যক যানবাহন পারাপার হয়েছে ফলে টোল আদায় ও রেকর্ড পরিমান।
এ দিকে গত বছরে ঈদুল আজহার আগে একই সময়ে সর্বোচ্চ ৩৬ হাজার ২৪৮টি যানবাহন পারাপার হয়েছিল বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।