আইপিএল থেকে সরে যাচ্ছে চীনা স্পনসর ‘ভিভো’

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) থেকে সরে যাচ্ছে চীনা মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিভো। এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিসিআই। কিন্তু বিতর্ক ও সমালোচনার মাত্রাটা এমন জায়গায় পৌঁছেছে, যেখানে আইপিএলের স্পনসর হিসেবে থাকার কোনো কারণ খুঁজে পায়নি প্রতিষ্ঠানটি।
২০১৮ সালে ভিভোর সঙ্গে আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে চুক্তি হয় বিসিসিআইয়ের।
গত জুনমাসে চীনের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। তারপর থেকেই ভারতজুড়ে চীন-বিরোধী মনোভাব তুঙ্গে। চীনা পণ্য বর্জনের ডাকও দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে। সব মিলিয়ে আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আইপিএলের নতুন আসরে চীনা প্রতিষ্ঠানকে টাইটেল স্পনসর হিসেবে রেখে দেওয়াটা বেশ কঠিনই হয়ে পড়েছিল বিসিসিআইয়ের। রাজনীতির লক্ষ্যবস্তুতেও পরিণত হয়ে পড়ছিল ভারতীয় ক্রিকেট।
ছরে ৪০০ কোটি রুপি দিয়ে যে স্পনসর ভারতীয় ক্রিকেটের কোষাগার ভরিয়ে দিচ্ছিল, তাদের এড়ানোটা বেশ কঠিনই ছিল। কিন্তু বিসিসিআই এ ব্যাপারে ভারতের জনগণের স্পর্শকাতরতাকেই প্রাধান্য দিয়েছে। বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সচিব জয় শাহ মিলেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ভারতের বিভিন্ন গণমাধ্যম। জয় শাহ আবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহর ছেলে।
চীনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার মাধ্যমেই এটি সম্ভব হয়েছে। ভিভোও নিজেদের ব্র্যান্ডের সুনামের কথা মাথায় রেখেছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম অবশ্য জানিয়েছে এখনই ভিভোর সঙ্গে চুক্তি বাতিল হচ্ছে না। আগামীবার বিষয়টি নিয়ে নতুন করে ভাবা যাবে। আপাতত কেবল এ বছরের আইপিএলেই ভিভো থাকবে না।