খেলাধুলা
দেশের ফুটবল দলের ক্যাম্পিংয়ে ১১জনের মধ্যে ৩জন করোনায় শনাক্ত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পিংয়ে করোনা টেস্টের প্রথম দিনে ১১ জনের মধ্যে ৩ জন করোনায় শনাক্ত হয়েছে। আক্রান্ত ৩ জনই দলে প্রথম বারের মত সুযোগ পাওয়া ফুটবলার। তাদের নাম এম এস বাবলু, সুমন রেজা ও নাজমুল ইসলাম রাসেল।
বুধবার (৫ আগস্ট) সকালেই এই ৩ জন ফুটবলার করোনা টেস্ট করতে বাফুফেতে আসে। রিপোর্টিং শেষে আর সব ফুটবলারের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজে যান। পরীক্ষা শেষে তারা বাফুফেতে ফিরে আসেন এবং অপেক্ষা করেন ফলাফলের জন্য।
সন্ধ্যায় ফলাফলে তাদের করেনা পজেটিভ আসে। এরপর বাফুফে তাদের আলাদা গাড়ি যোগে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে পাঠিয়ে দেয়। আক্রান্ত হলেও তাদের মধ্যে করোনার কোনো উপসর্গ নেই, তারা সুস্থ আছেন।