বগুড়ায় গাবতলীতে ঝগড়া থামাতে গিয়ে যুবক খুন
বগুড়ার গাবতলীতে দুইপক্ষের ঝগড়া থামাতে গিয়ে অমিত রায় (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
৬ আগস্ট বৃহস্পতিবার সকালে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের পারকাঁকড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অমিত রায় নেপালতলী ইউনিয়নের পারকাঁকড়া গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নেপালতলী ইউনিয়নের পারকাঁকড়া গ্রামের রিফাত নামের এক যুবকের সঙ্গে নিহত অমিতের অষ্টম শ্রেণী পড়ুয়া ভাতিজির প্রেমের সম্পর্ক ছিল। এই নিয়ে বৃহস্পতিবার সকালে রিফাত এবং ওই স্কুলছাত্রীর পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় ঝগড়া থামাতে গেলে রিফাতের বাবা এনামুল কনুই দিয়ে অমিতের বুকে আঘাত করেন। এতে অমিত মাটিতে পড়ে । স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, তুচ্ছ বিষয় নিয়ে খুনের ঘটনা ঘটেছে। এনামুলকে গ্রেফতার করতে অভিযান চলছে।