খেলাধুলা
আগামী ২০২১ টি-২০ বিশ্বকাপ হবে ভারতে, ২০২২ সালে অস্ট্রেলিয়ায়
করোনাভাইরাসের কারনে এবছরের স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত।
ঝুলে ছিল সেই সভায়। স্থগিত হওয়া আসর আগামী বছরই আয়োজনে ইচ্ছুক ছিল অস্ট্রেলিয়া। ভারতের চাওয়া ছিল, আগামী বছর তারাই আয়োজন করবে। যেহেতু ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপও হবে ভারতে, পরপর দুই বছরে দুটি বিশ্বকাপ আয়োজন তারা করতে চায়নি। এই নিয়ে চলছিল টানাপোড়েন। শেষ পর্যন্ত ভারতের চাওয়াই পূর্ণ হলো।
আগামী বছরের অক্টোবর-নভেম্বরে হবে ২০ ওভারের বিশ্বকাপের সপ্তম আসর, ফাইনাল ১৪ নভেম্বর। ২০২২ সালের আসরও হবে অক্টোবর-নভেম্বরে, ফাইনাল ১৩ নভেম্বর।
এবারের বিশ্বকাপের জন্য যারা টিকেট কেটে ফেলেছিলেন, তাদের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে আইসিসি।