খেলাধুলা

গোটা বার্সার দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছেন ‘লিওনেল মেসি’

এবার বার্সেলোনার পারফরম্যান্স নিয়ে সমালোচনায় পুরো ইউরোপীয়ান। বছরের শুরুতে ভালভার্দেকে সরিয়ে কিকে সেতিয়েনকে নিয়ে আসার পর অবস্থার আরো অবনতি। দলের যে অবস্থা তাতে পুরো মৌসুমটাই না খালি হাতে কাটাতে হয় সেই আশঙ্কা করছেন সবাই।

এই অবস্থায় মেসি একাই পুরো বার্সাকে চালিয়ে নিচ্ছেন। এমনটাই মন্তব্য করেছেন ক্লাবটির সাবেক ফুটবলার এডমিলসনের।

রেডিও কিসকিসকে দেয়া সাক্ষাৎকারে সাবেক বার্সা মিডফিল্ডার বলেন, দলের এখন যে অবস্থা দেখা যাচ্ছে তাতে পুরো মাঠে মেসি একদম একা। পুরো দলটাকে টানতে হচ্ছে তার একার কাঁধে। পুরো বার্সা দলটা খুবই অন্ধকারাচ্ছন্ন সময় পার করছে এই মূহুর্তে।

এ অবস্থায় নাপোলির বিপক্ষে ন্যু ক্যাম্পে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে জানান এডমিলসন। তিনি বলেন, বার্সা এখন যেভাবে খেলছে তাতে নাপোলি একটা সুযোগ নিতে পারে। ন্যু ক্যাম্পে যেহেতু দর্শক থাকবেনা তাই বার্সা সেখান থেকে খুব বেশি সাপোর্টও পাবে না। নাপোলি আক্রমনাত্মক হয়ে উঠতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button