বিনোদন
সাবরিনা সাবা’র “কারে খুঁজিস” মন কাড়ছে দর্শকদের (ভিডিও)

এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা সাবা ৮ বছর আগে ‘জনম জনম’ ‘অতলে অতলে’ এবং ‘পৃথিবী অনেক বড়’ গানগুলো গেয়ে তারকাখ্যাতি অর্জন করেন এই গায়িকা।
একেরপর এক গান দিয়ে মনে জায়গা করে নেয় ভক্তকূলের তিনি। ২০২০ সালের নতুন বছরের মাসে একটি ডুয়েট গান অবমুক্ত হয় তবে সলো এবং মিউজিক ভিডিওর দেখা মেলেনি।
সম্প্রতি জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা সাবার একক গান ‘কারে খুজিস’ প্রকাশিত হয়েছে। প্রকাশ হওয়ার চার দিনের মাথায় এটি দর্শকদের মন কেড়েছে। ইতিমধ্যে এই গানটি ৫০ হাজার ভিউজ অতিক্রম করেছে। তার নিজের কথা,সুর ও কন্ঠে গানটি প্রকাশ পেয়েছে।
গানটি প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক থেকে প্রকাশিত হয়েছে।গানটির সংগীতায়োজন করেছেন অনিক সাহান। এইচআর প্রোডাকশন’র ব্যানারে এটি নির্মাণ করেছেন রেজা মাহমুদ ।