খেলাধুলা

মেসি’র জাদুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সা

গতকাল ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ইতালিয়ান ক্লাব নাপলির সাথে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে সেতিয়েনের শিষ্যরা। বার্সেলোনার অধিনায়ক মেসি গতকাল গোল করেছেন একটি সাথে গতি, ক্ষিপ্রতা ও বুদ্ধির জোরে আদায় করে নিয়েছেন পেনাল্টি।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। নাপোলির কোচ গাত্তুসো ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে বলেন ‘বাস্তবে নয় মেসিকে শুধু স্বপ্নে বা প্লে স্টেশনে আটকানো সম্ভব ’।

গতকাল ন্যু ক্যাম্পে নুন্যতম গোলশূন্য ড্র করতে পারলেও অ্যাওয়ে গোলে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চলে যেত বার্সেলোনা কিন্তু মেসিময় ম্যাচটিতে ৩–১ গোলের জয় নিয়েই শেষ আটে নাম লিখিয়েছেন মেসিরা।

গতকাল ম্যাচের প্রথম থেকেই দাপট নিয়ে লড়তে থাকে বার্সেলোনা। ১০ মিনিটে ক্লিমেট লেঙ্গেল্ট বার্সেলোনাকে প্রথম গোল এনে দেন। ২৩ মিনিটে লিওনেল মেসি ব্যবধান দ্বিগুন করেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লুইস সুয়ারেজ পেনাল্টি থেকে৩-০তে এগিয়ে জায় বার্সা। নাপলির ইনসিগনেও প্রথমার্ধ্বের শেষ মুহূর্তে র্বাসার জালে বল জড়িয়ে গোল ব্যবধান কমায়।দ্বিতীয়ার্ধে বার্সাকে দারুণভাবে চেপে ধরলেও আর কোনো গোলই করতে পারেনি নাপেলি।

অন্যদিকে আরেক ম্যাচে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ৪-১ গোলে চেলসির বিপক্ষে। আগামী ১৪ আগস্ট কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা লড়বে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে।

এই বিভাগের অন্য খবর

Back to top button