জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করবেন যেভাবে অনলাইনে
এখন আপনি চাইলেই খুব সহজেই ঘরে বসেই অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্ট কার্ড এর ভুল তথ্য ও ছবি সংশোধন করতে পারবেন এবং হারিয়ে গেলেও পাবেন সমাধান।
অনলাইনে নিচের ধাপ গুলো অনুসরণ করলেই পাবেন সমাধানঃ
১. প্রথমে এই লিংকে গিয়ে https://services.nidw.gov.bd/registration
প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে রেজিষ্ট্রেশন করতে হবে।
২.আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড দিয়ে লগ ইন করুন।
৩. এবার তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাদ করে সেটির প্রিন্ট নিয়ে নিন।
৪. উক্ত প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে সেটির স্ক্যানকৃত কপি অনলাইনে জমা দিন।
৫. তথ্য পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান কপি অনলাইনে জমা দিন।
এবার ‘রেজিষ্ট্রেশনফরম পূরণ করতে চাই’ ক্লিক করুন।
এবার ফরমটি সঠিক ভাবে পুরণ করুন-
*এন.আই.ডি নম্বরঃ (আপনার এন.আই.ডি নম্বর যদি ১৩ সংখ্যার হয় তবে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন উদাহরণঃ আপনার কার্ড নাম্বার
* জন্ম তারিখঃ (কার্ড দেখে সিলেক্ট করুন)
* সঠিক মোবাইল ফোন নম্বর দিন।
* ইমেইলঃ (ইচ্ছা হলে দিতে পারেন না দিলে সমস্যা নাই)
* সঠিক ভাবে বর্তমান ঠিকানা দিন ভোটার হবার সময় যা দিয়েছিলেন।
* সঠিক ভাবে স্থায়ী ঠিকানা দিন পূর্বে যা দিয়েছেন।
* পাসওয়ার্ড অবশ্যই ৮ সংখ্যার হতে হবে বড় হাতের অক্ষর ও সংখ্যা থাকতে হবে যেমনঃ InfoPedia71
এবার সঠিক ভাবে ক্যাপচার পূরণ করুন । এবার “রেজিষ্টার” বাটন ক্লিক করে দ্বিতীয় ধাপে চলে যান।
রেজিস্টার করার পর দেখুন আপনার মোবাইলে ভেরিফাই কোড এসেছে ও ব্রাউজারে ঐ কোড সাবমিট করার অপশন এসেছে,সঠিক ভাবে কোড প্রবেশ করার পর আপনার Account Active হয়ে যাবে।
এবার লগ ইন পেজ থকে লগ ইন করুন।আপনার ডাটাবেজের সব তথ্য দেখা যাবে।এবার যেকোনো অপশনে চাহিদা অনুযায়ী তথ্য হালনাগাদ করুন।
উক্ত প্রক্রিয়াগুলো অনুসরন করলেই আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন কিংবা ছবি পরিবর্তন করতে পারবেন খুব সহজেই।