খেলাধুলাবগুড়া সদর উপজেলা
বগুড়ার বিভিন্ন ক্লাবে মাফুজুল ইসলাম রাজের উদ্যোগে ফুটবল বিতরণ
বগুড়ার বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের হাতে ১’শ টি ফুটবল প্রদান করা হয়েছে। বগুড়া জেলা পরিষদের সদস্য ও চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মাফুজুল ইসলাম রাজের তত্বাবধানে ফুটবল প্রদান করা হয়।
মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা আশরাফুল মমিন খান ফুটবল বিতরনের উদ্বোধন করেন।
এসময় ছাত্রলীগনেতা মিন্টু মিয়া, জেলা পরিষদের প্রধান সহকারী বাদশা সহ কর্মকর্তা-কর্মচারী উপস্থি’ত ছিলেন।
বগুড়া জেলা পরিষদের সদস্য মাফুজুল ইসলাম রাজ জানান, জেলা পরিষদ হতে বরাদ্দকৃত অর্থে জেলার বিভিন্ন ক্লাবে ফুটবল দেয়া হচ্ছে।
তরুন যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।