সারিয়াকান্দিতে যমুনা নদীতে বালু উত্তোলনের অপরাধে ৪ জন গ্রেফতার
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ৪জনকে গ্রেফতারসহ বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করেছে থানা পুলিশ । এব্যাপারে সারিয়াকান্দি থানায় মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ রানা বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বোহাইল ইউনিয়নের আওলাকান্দি এলাকায় যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৪জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানার মাটিকাটা গ্রামের আব্দুস সালামের ছেলে বদিউজ্জামান বদি (৪০),মৃত আলী মন্ডলের ছেলে নূরুল ইসলাম (২৮),মৃত মুনছের আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫),মৃত সামাদ আলীর ছেলে শাহজাহান আলী (৪৫)।
সেই সাথে বালু উত্তোলনে ব্যবহৃত ছোটবড় ৪ টা শ্যালো মেশিন, ১টি বড় নৌকা, ৩টি প্লাস্টিকের পাইপ, ২টি টিউবওয়েল এবং নৌকায় রক্ষিত ৫’শ সিএফটি বালু জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ৪জন আসামীকে মঙ্গলবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।