ফুসফুস ক্যান্সারে আক্রান্ত জেনে বিধ্বস্ত সঞ্জয় দত্ত

লকডাউন শুরু হওয়ার সময় থেকে সঞ্জয়ের স্ত্রী মান্যতা ও দুই ছেলেমেয়ে শাহরান এবং ইকরা দুবাইতে আটকে রয়েছেন। একটি ওয়েবসাইটে সঞ্জয়ের এক ঘনিষ্ঠ বন্ধু জানান, ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানতে পেরে বিধ্বস্ত সঞ্জয়! ছোট ছোট দুটো ছেলেমেয়ের জন্য ভীষণ চিন্তা করছেন। স্ত্রী মান্যতার সঙ্গে দুই ছেলেমেয়ে দুবাইয়ে আটকে পড়েছেন।
ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে সঞ্জয় দত্তর! মঙ্গলবার এই খবর প্রকাশ্যে আনেন চিত্র সমালোচক কোমল নেহতা। তিনি ট্যুইট করেন, ” লাং ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত! ওঁর দ্রুত রোগমুক্তি কামনা করছি!”
সঞ্জয়ের ঘনিষ্ঠ বন্ধু এও জানান, স্টেজ থ্রি ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত। সেরে ওঠা সম্ভব, তবে দ্রুত ট্রিটমেন্ট শুরু করতে হবে। সূত্রের খবর, চিকিৎসার জন্য আমেরিকায় পাড়ি দিচ্ছেন সঞ্জয় দত্ত
গত রবিবার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সঞ্জয় দত্তকে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে পরীক্ষা হয়েছিল সঞ্জয় দত্তের ৷ তবে করোনা রিপোর্টে নেগেটিভ আসে ৷ ফ্যানদের শুভেচ্ছার বিনিময়ে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে বাড়ি ফেরেন সঞ্জু ৷
ট্যুইটারে নিজের অসুস্থতার কথাও লেখেন সঞ্জয় দত্ত, কিন্তু জানাননি ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা। তিনি লেখেন, ‘প্রিয় বন্ধুরা ৷ আমি কিছু দিনের জন্য কাজ থেকে বিরতি নিচ্ছি চিকিৎসার জন্য ৷ আমার পরিবার, আমার বন্ধু-বান্ধব আমার সঙ্গে রয়েছে ৷ আমি সবাইকে বলব, অহেতুক চিন্তা করবেন না ৷ কোনও স্পেকুলেশনকেও গুরুত্ব দেবেন না ৷ শীঘ্রই দেখা হবে !’