আদমদিঘী উপজেলা

সান্তাহারে রাজমিস্ত্রির আত্মহত্যা

বগুড়ার আদমদীঘির সান্তাহার মালশন গ্রামে শমসের মন্ডল (৫২) নামে এক রাজমিস্ত্রি আত্মহত্যা করেছেন। এঘটনায় বুধবার দুপুরে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও গ্রামবাসী জানান, সান্তাহার পৌর শহরের মালশন সোনারপাড়ার মৃত মোহন মন্ডলের ছেলে শমসের মন্ডল পারিবারিক কলহের জেরে বুধবার সকাল ৮টায় নিজ শয়ন কক্ষে সবার অগোচরে বিষাক্ত ওষুধ খেয়ে ছটফট করতে থাকেন। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button