বগুড়ায় করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে মাঠে থাকবে ভ্রাম্যমান আদালত
বগুড়ায় করোনার স্বাস্থ্য বিধি মেনে চলতে ভ্রাম্যমান আদালত মাঠে থাকবে বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট সালাহ্উদ্দিন আহমেদ।
করোনা সংক্রমন রোধে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সবার প্রতি তিনি আহ্বান জানান।
বৃহস্পতিবার জেলার অতিরিক্ত ম্যাজিষ্টেটের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলতে মুখে মাস্ক পরা, সাবান পানি দিয়ে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক ও শারিরিক দূরত্ব বজায় রাখতে হবে। সরকারি এই আদেশ মেনে না চললে তাদের আইনের আওতায় আনা হবে।জনসাধারণকে সচেতন করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নাছিম রেজা, ডেইলী অবজারভারের জেলা প্রতিনিধি আখতারুজ্জামান, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, দৈনিক যুগান্তরের ব্যুারো প্রধান নজমুল হুদা নাসিম, দৈনিক বগুড়ার স্টাফ রিপোর্টার তোফাজ্জল হোসেন প্রমুখ। এর আগে বুধবার মতবিনিময় সভায় দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, ইনডিপেন্ডেন্ট টিভির উত্তরাঞ্চল ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আব্দুর রহমান টুলু, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রাকিব জুয়েল, যমুনা টিভির ব্যুরো প্রধান মেহেরুল সুজন বৃহস্পতিবার বিকেলে ইলেকট্রিক মিডিয়ায় কর্মরতদের সাথে মতবিনিময় করেন।