ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এর অন্যরকম ফেরা
সব কিছু ঠিক থাকলে রোববার (১৬ আগস্ট ২০২০) অনুশীলনে ফিরবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। মুশফিক-রিয়াদ-ইমরুল-সৌম্যরা মাঠে অনুশীলনে ফিরেছেন আগেই। তবে, তামিমের ফেরাটা সবার চেয়ে আলাদা। অনুশীলন শুরু করলেও, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রথম সপ্তাহে হালকা অনুশীলনের মাঝে থাকতে হবে টাইগারদের ড্যাশিং ওপেনারকে।
জুলাই মাসের ১৯ তারিখ থেকে ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন শুরু করেন। সেই অনুশীলনে সমর্থকরা আশা করেছিলো দেখা যাবে তামিমকে। কিন্তু, পেটের ব্যথায় ভুগছিলেন দীর্ঘদিন হলো। তাই জুলাই মাসের ২৫ তারিখে লন্ডনে যান চিকিৎসার জন্য। ডাক্তারি রিপোর্ট পেতে দেরি হওয়ায় চিকিৎসা শেষে দেশে ফেরেন ৩১ তারিখ সকালে।
ফেরার পর থেকে স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টিনে আছেন তামিম ইকবাল। শুক্রবার শেষ হচ্ছে তামিম ইকবালের কোয়ারেন্টিন। শনিবার সরকারি ছুটির দিন হওয়ায়, রোববার থেকে ব্যক্তিগত অনুশীলনে দেখা যাবে তামিমকে।