শেরপুর উপজেলা

বগুড়ার শেরপুরে নদী থেকে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে করতোয়া নদী থেকে নিখোঁজ দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৪ আগস্ট শুক্রবার বিকেলে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের স্যান্যাল চড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলো- একই ইউনিয়নের শেরুয়া নামাপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে কারিমা (৫) ও আব্দুর রাজ্জাকের মেয়ে বিথী (৫)।

জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল দুই শিশু। এরপর থেকেই তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেল সাড়ে ৪টার দিকে নদীর ভাটিতে স্যানাল চড়া নামক স্থানে দুই শিশুর মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করে। স্থানীয়দের ধারনা খেলাধুলা করার সময় এক শিশু নদীতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে আরেক শিশু নদীতে ডুবে যায়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান: খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button