বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রোহান (১৬) নামে এক স্কুলছাত্র নিহত এবং অপর একজন আহত হয়েছে।
১৪ আগস্ট শুক্রবার বিকেলে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের শিকারপুর তালুকদারপাড়ায় গ্রামীণ সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রেহান দশটিকা সরকারপাড়া গ্রামের জহুরুল ইসলাম মেম্বারের ছেলে এবং নুনগোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।
বগুড়া সদর থানার এস আই আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোহান ও তার বন্ধু মিল্লাত মোটরসাইকেল নিয়ে দ্রুত বেগে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। শিকারপুর তালুকদারপাড়ায় রাস্তার পাশে রাখা কাঠের গুঁড়ির সাথে মোটরসাইকেল ধাক্কা লেগে তারা রাস্তার উপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রোহান মারা যায়। গুরুতর আহত অবস্থায় মিল্লাতকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিল্লাত স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্র।
দুর্ঘটনার পরপরই নিহতের মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়। এদিকে খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করতে গেলে গ্রামের শতশত নারী পুরুষ মরদেহ ঘিরে রাখে। পরে পুলিশ মরদেহ উদ্ধার না করে ফিরে যায়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান: দুর্ঘটনায় আহত মিল্লাতের অবস্থা আশঙ্কাজনক। রোহানের মরেদহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।