খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ধোনির

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হল। ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর ভারতের জার্সি আর গায়ে না চাপানো এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন।

গেল বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাবার পর থেকেই একেবারে পর্দার আড়ালে চলে যান ভারতীয় কিংবদন্তি। অনেকেই এরমধ্যে তার অবসর নিয়ে নানা কথা বলেছেন। তার সাবেক সতীর্থরাও বেশ কয়েকবার বলেছেন, ভারতের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ধোনি। তবে এ বিষয়ে এতদিন মুখ খোলেননি তিনি। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নিজের অবসরের কথা জানিয়ে দেন এই কিংবদন্তি। 

Dhoni wrote, “Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired.”

ভারতের সর্বকালের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। ভারতীয়দের হয়ে বিশ্বকাপসহ তিনটি মেগা টুর্নামেন্টজয়ী একমাত্র অধিনায়ক ‘ক্যাপ্টেন কুল’। কেবল তাই নয়, অসংখ্য ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ার স্বীকৃতিস্বরূপ খ্যাতি পেয়েছেন মিস্টার ফিনিশার হিসেবে। 

২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ধোনির। গেল বিশ্বকাপে সবশেষ ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে।

ভারতের হয়ে ৩৫০টি ওয়ানডে খেলেছেন ধোনি। ৫০ এরও বেশি গড়ে সংগ্রহ করেছেন ১০,৭৭৩ রান। ৯০ টেস্টে তার সংগ্রহ ৪৮৭৬ রান। 

কেবল ভারতের হয়েই নয়, রোহিত শর্মার পর আইপিএলেরও সবচেয়ে বেশিবার ট্রফি জিতেছেন ধোনি। 

আরো একবার সেই আইপিএলে খেলতে যাওয়ার আগেই অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। 

এই বিভাগের অন্য খবর

Back to top button