বগুড়া সদর উপজেলা
জাতীয় শোক দিবসে বগুড়ায় আওয়ামী লীগের দোয়া মাহফিল
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ও বঙ্গবন্ধু সহ সপরিবারে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের স্মরণে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন এ্যাড. আমানউল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, তবিবর রহমান তবি, শফিকুল ইসলাম আক্কাস, সুলতান মাহমুদ খান রনি, আল-রাজি জুয়েল, মাশরাফি হিরো, আব্দুস সালাম, মাফুজুল ইসলাম রাজ, মঞ্জুরুল হক মঞ্জু, রাশেকুজ্জামান রাজন সহ ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।