ধোনির পর অবসরের ঘোষণা সুরেশ রায়নার
সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসরের ঘোষণার পরপরই অবসরের ঘোষণা দিয়েছেন তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় রায়না জানান, ‘তোমার সাথে খেলার সময়টা খুব সুন্দর ছিল। গর্ব নিয়ে বলছি, আমিও তোমার পথ অনুসরণ করছি মহেন্দ্র সিং ধোনি। ধন্যবাদ ভারত।’
ইনস্টাগ্রাম পোস্টে চেন্নাই সুপার কিংসের সতীর্থদের সাথে তোলা একটি ছবি সংযুক্ত করেছেন রায়না। হাস্যজ্জ্বল সেই ছবিতে রায়নার পাশে আছেন ধোনিও।
ধারণা করা হচ্ছে, ধোনির মত রায়নাও অবসরের ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার সকালে ধোনির দেশপ্রেম ও অবদানের কথা স্মরণ করেন রায়না, সেখানে যুক্ত করেছিলেন ধোনি ও নিজের একটি ছবি। এর ১০ ঘণ্টা পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩৩ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান।
ভারতের জার্সি গায়ে ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন রায়না। ২০১৮ সালের জুলাইয়ের পর আর সীমিত ওভারেও সুযোগ পাননি ২০১৫ সালে সর্বশেষ টেস্ট খেলা রায়না।