করোনা আপডেট

বগুড়ায় আজ আরো ৮৭ জন করোনা আক্রান্ত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন আরো ৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে পুরুষ ৫৫ জন, নারী ২৫ ও শিশু সাতজন।

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ১৮২ জনের মধ্যে ফলাফলে ৭১ জন পজিটিভ। অপরদিকে বেসরকারি টিএমএসএস হাসপাতালে ৩৯ এর মধ্যে ১৬ জন পজিটিভ। মোট ৩২১ পরীক্ষায় বগুড়া জেলায় নতুন ৮৭ জন করোনা পজিটিভ হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) সকাল পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৫৬৭৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪৮৭ জন, মৃত্যুবরণ করেছেন ১২৫ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ১০৬২ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button