বগুড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে চিকিৎসা সহায়তা প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান, প্রতিবন্ধী শিশুদের অনুদান প্রদান ও বেকার যুবকদের যুব ঋণের চেক বিতরণ ।
আজ ১৫ আগস্ট, ২০২০ জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ার করতোয়া সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান, প্রতিবন্ধী শিশুদের অনুদান প্রদান ও বেকার যুবকদের যুব ঋণের চেক বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মাসুম আলী বেগ, উপপরিচালক (সমাজসেবা) জনাব আবু সাইদ মোঃ কাওছার রহমান, উপপরিচালক (যুব উন্নয়ন অধিদপ্তর) জনাব কে এম আব্দুল মতিন সহ আরো অনেকে।