আজ থেকে চালু হলো করোনায় বন্ধ থাকা আরো ১৩ জোড়া ট্রেন

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের পূর্ব ঘোষনা অনুযায়ী আজ রবিবার সকাল থেকে বিভিন্ন গন্তব্যে এ ট্রেন চলাচল শুরু হয়।
করোনাজনিত কারণে গত ২৪ মার্চ সন্ধ্যায় সারা দেশে সকল যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ৩১ মে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু করা হয় এবং পর্যায়ক্রমে সব রুটে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে।মোট ১৭ জোড়া অর্থাৎ ৩৪টি ট্রেন চলাচল করছিল বিভিন্ন রুটে।
রেলওয়ে সূত্র জানায় স্বাভাবিক সময়ে সারা দেশে প্রায় ১০০টির মতো আন্তঃনগর ট্রেন চলাচল করে।আজকে নতুন করে রেলের বহরে যুক্ত হলো আরো ১৩ জোড়া অর্থাৎ ২৬টি ট্রেন এখন সব মিলিয়ে দেশে চলাচল কৃত ট্রেনের সংখ্যা দাঁড়ালো ৩০ জোড়া অর্থাৎ ৬০টি।
যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কোচের ৫০ ভাগ টিকিট বিক্রি করা হবে এবং এ মাসের মধ্যে বন্ধ থাকা বাকি ট্রেনগুলো পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানা গেছে।
আজ নতুন চালু হওয়া ১৩ জেড়া ট্রেন সকাল সাড়ে ৭টা নাগাদ পারাবত, চিত্রা, নীলসাগর ও তিস্তা এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে এবং বাকি ১২ জোড়া আন্তঃনগর ট্রেন চলবে যেসব রুটে: পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে একতা এক্সপ্রেস, খুলনা-ঢাকা- খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে পদ্মা এক্সপ্রেস, ঢাকা-সিলেট-ঢাকা রুটে পারাবত এক্সপ্রেস, ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে হাওড়া এক্সপ্রেস, ঢাকা-তারাকান্দি-ঢাকা রুটে অগ্নিবীণা এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটী-রাজশাহী রুটে তিতুমীর এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে মহানগর এক্সপ্রেস, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে বিজয় এক্সপ্রেস, ঢাকা-নোয়াখালী-ঢাকা রুটে উপকূল এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি-খুলনা রুটে সীমান্ত এক্সপ্রেস, গোবরা-রাজশাহী-গোবরা রুটে টঙ্গীপাড়া এক্সপ্রেস। এছাড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে জামালপুর কমিউটার ট্রেন চালানো হবে।
এদিকে স্বাস্থ্যবিধি রক্ষায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এক আসন ফাঁকা রেখে বসানো হচ্ছে যাত্রীদের।
নতুন ট্রেন চালু হওয়া নিয়ে যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ‘টিকিট যার ভ্রমণ তার’ এই নীতির। এতে অনেকটা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
নিয়মানুযায়ী একজনের টিকিটে অন্য কেউ ভ্রমণ করলে হস্তান্তরকারী ও ভ্রমণকারীকে টিকিটের সমপরিমাণ অর্থদণ্ড অথবা তিন মাসের কারাদণ্ড দেওয়া হবে।