করোনা আপডেট

করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৪৩ লাখ মানুষ

বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে রোববার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ১৬ লাখের বেশি মানুষ। তবে তাদের মধ্যে বেশির ভাগ রোগীই সুস্থ হয়ে গেছে।

শনাক্তদের মধ্যে বর্তমানে ৬৫ লাখ ১০ হাজার ১৯৫ জন চিকিৎসাধীন। যাদের ৬৪ হাজার ৪৫০ জনের অবস্থা আশঙ্কাজনক। এ পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৮৫৩ জন সুস্থ হয়ে উঠেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৯ লাখ ১৮৮ জন, ব্রাজিলে ২৪ লাখ চার হাজার ২৭২, ভারতে ১৮ লাখ ৬০ হাজার ৬৭২, রাশিয়ায় সাত লাখ ২৯ হাজার ৪১১, দক্ষিণ আফ্রিকায় চার লাখ ৬৬ হাজার ৯৪১, চিলিতে তিন লাখ ৫৬ হাজার ৯৫১, পেরুতে তিন লাখ ৫৪ হাজার ২৩২, মেক্সিকোতে তিন লাখ ৫১ হাজার ৩৭২, ইরানে দুই লাখ ৯৫ হাজার ৬৩০, পাকিস্তানে দুই লাখ ৬৫ হাজার ৬২৪, সৌদি আরবে দুই লাখ ৬৪ হাজার ৪৮৭, তুরস্কে দুই লাখ ২৯ হাজার ৯৭২, ইতালিতে দুই লাখ তিন হাজার ৬৪০, জার্মানিতে দুই লাখ দুই হাজার ৯০০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, বাংলাদেশে এক লাখ ৫৭ হাজার ৬৩৫, কাতারে এক লাখ ১১ হাজার ৫০৫, কানাডায় এক লাখ আট হাজার ২১৮, ফ্রান্সে ৮৩ হাজার ৮৪৮ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৫৭৫ জন সুস্থ হয়ে উঠেছে।

এছাড়াও কুয়েতে ৬৭ হাজার ৫১৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৭ হাজার ৫৭১, সিঙ্গাপুরে ৫১ হাজার ৫২১, সুইজারল্যান্ডে ৩৩ হাজার ২০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৯১০, অস্ট্রেলিয়ায় ১৩ হাজার ৬৩৪ ও মালয়েশিয়ায় আট হাজার ৮৩১ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সাত লাখ ৬৮ হাজার ৬০৩ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button