করোনা আপডেট

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৬৮

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ১৩১ জন। 

জেলায় নতুন করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ‌্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৭৪২ জনে। সুস্থ হয়েছেন মোট ৪ হাজার ৫৪৬ জন। এখনও চিকিৎসাধীন আছেন ১ হাজার ৬৫ জন।

রোববার (১৬ আগস্ট) বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক‌্যাল অফিসার ডা. ফারজানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরও ৩১৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে পুরুষ ৪৪ জন, নারী ও শিশু ২৪ জন।

করোনা শনাক্তদের মধ‌্যে সদর উপজেলায় ৪৩ জন, শেরপুরে সাতজন, শাজাহানপুরে পাঁচজন, ধুনটে তিনজন, সারিয়াকান্দিতে দুইজন, সোনাতলায় দুইজন, আদমদীঘিতে দুইজন, কাহালুতে দুইজন ও গাবতলীতে দুইজন রয়েছে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের মধ‌্যে শিশু রয়েছে তিনজন, ১৮-৪০ বছরের মধ্যে ২৯ জন, ৪১-৫০ বছরের মধ্যে ১৩ জন, ৫১-৭০ বছরের মধ্যে ২০ জন ও ৭০ বছরের ওপরে তিনজন রয়েছে। 

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button