করোনা আপডেট

বগুড়া জেলা পুলিশের ৫৯ জন সদস্য প্লাজমা দিতে ঢাকার পথে

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা (রক্তের বিশেষ উপাদান) দিতে বগুড়ার থেকে পুলিশের কেন্দ্রীয় প্লাজমা ব্যাংকে প্লাজমা দানের জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিলেন ৫৯ জন পুলিশ সদস্য।

১৬ আগস্ট রবিবার সকাল ১১টায় জেলা পুলিশের বাসযোগে প্রথম ধাপে ৪০জন ঢাকার উদ্দেশে যাত্রা করেন। প্রথম ধাপে ঢাকায় যাওয়া ৪০ জনের মধ্যে ইন্সপেক্টর একজন, ১২জন এসআই, ৮জন এএসআই এবং ১৯জন কনস্টেবল রয়েছেন।

এ জেলায় ১৪৯ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হন। এদের মধ্যে সুস্থ হয়েছেন এ পর্যন্ত ১৪২জন। এই ১৪২জনের মধ্যে প্লাজমা দেয়ার জন্য মনােনীত হয়েছেন ৫৯জন।

বগুড়া পুলিশ লাইন্স থেকে যাত্রাকালে পুলিশ সুপার মো: আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) সবাইকে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আগামীকাল বাকি ১৯ জন ঢাকায় যাবেন বলে জানিয়েছেন জেলা পুলিশের করোনা ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তাপস কুমার পাল।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button