শেরপুর উপজেলা

শেরপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় ১ জন গ্রেফতার

বগুড়ার শেরপুরে শাহবন্দেগী ইউনিয়নের এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের অপরাধে আব্দুল গফুর পুটু সরকার (৫৫) নামের ১ জন গ্রেফতার।

১৬ আগস্ট রবিবার দুপুরে খন্দকারটোলা এলাকা থেকে তাকে করে। আব্দুল গফুর পুটু শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকার মৃত আব্দুর রশিদ সরকারের ছেলে।

জানা যায়: শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকার আব্দুল গফুর পুটু সরকারের প্রতিবেশি মৃত আলাউদ্দিনের মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী আছমা (ছদ্দনাম) বাড়িতে কাজ করছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে গত ২৭ জুলাই প্রতিবেশি লম্পট আব্দুল গফুর পুটু সরকার জোর করে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে আব্দুল গফুর পুটু সরকার বাড়ি থেকে পালিয়ে থাকে।

রোববার (আজ) সে বাসায় আসলে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা এসআই আাতিকুর রহমান (আতিক) তাকে গ্রেফতার করে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে ও আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button