আন্তর্জাতিক খবর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা গেছেন

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই একটি বিবৃতিতে এমনটি জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার ভাই মার্কিন স্থানীয় সময় শনিবার রাতে মারা যান। এর একদিন আগেই অর্থাৎ গত শুক্রবার নিউ ইয়র্কের হাসপাতালে ভর্তি ছোট ভাই রবার্ট ট্রাম্পকে দেখতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারাক্রান্ত মনে আমি জানাচ্ছে যে আমার চমৎকার ভাই রবার্ট শান্তিপূর্ণভাবে আজ রাতে মারা গেছেন। সে শুধু আমার ভাই ছিল না, সে ছিল আমার বন্ধুর মতো।

জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের চেয়ে দুই বছরের ছোট ছিলেন ৭২ বছর বয়সী রবার্ট ট্রাম্প। ছোট ভাইয়ের শেষ কৃত্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। রয়টার্স।

এই বিভাগের অন্য খবর

Back to top button