বিনোদন

আশীর্বাদ সিনেমার মাধ্যমে আবারও চলচ্চিত্রে ফিরছেন অপু বিশ্বাস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এবং সরকারি অনুদানে নির্মিত হবে ‘আশীর্বাদ’ চলচ্চিত্র টি। দীর্ঘ বিরতির পর উক্ত চলচ্চিত্রের মাধ্যমে আবারো চলচিত্রে ফিরবেন অপু বিশ্বাস।

প্রথম দিকে সিনেমাটির জন্য অনেক নাম শোনা গেলেও অবশেষে অপু বিশ্বাসকে চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে চূড়ান্ত ভাবে ‘আশীর্বাদ’ এর অভিনেত্রী নিশ্চিত করেন প্রযোজক।

গত সোমবার (১৭ আগস্ট) রাত ১২:০৮ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এই অভিনেত্রী জানান গত রোববার (১৬ আগস্ট) বিকেলে হোটেল সোনারগাঁওয়ে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়। তিনি বলেন আশীর্বাদ’ সিনেমার জন্য সবার আশীর্বাদ চাই।’

এবার গতানুগতিক ধারার পরিবর্তন করে একজন নারী প্রযোজক এর সাথে নতুন করে কাজে ফিরতে পেরে ভীষণ ভালো লাগছে বলে জানায় অপু বিশ্বাস, তিনি আশাবাদ ব্যাক্ত করেন পূর্বে দর্শকরা যেমন সব সময় পাশে ছিলেন এভাবেই সব সময় পাশে থাকবেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button