জাতীয় শোক দিবসে বগুড়ায় ছাত্রলীগের কর্মসূচি

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সকালে বগুড়ায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে শহীদের স্মরণে নিরবতা পালন করে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্ধারিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস সাধারণ সম্পাদক অসিম কুমার রায় সহ সভাপতি আসলাম হোসেন, আরিফুল ইসলাম, মেহেদী হাসান যুগ্ন সাধারণ সম্পাদক ফিজু, তাকবীর ইসলাম, সাজ্জাদ আলম পারভেজ, সাংগঠনিক সম্পাদক তোহা, সুজিত, প্রচার সম্পাদক মুকুল ইসলাম, উপ প্রচার সম্পাদক সেলিম জেলা ছাত্রলীগ নেতা সজীব সাহা, স্বাধীন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল্লাহ সরকার, শাহ সুলতান কলেজ ছাত্রলীগ নেতা আতিক, জনি প্রমুখ।