বগুড়া সদর উপজেলা
বগুড়ায় “মিথ্যা মামলার বিরুদ্ধে আইনগত প্রতিকার” শীর্ষক সভা
“মিথ্যা মামলার বিরুদ্ধে আইনগত প্রতিকার” শীর্ষক ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত।
১৭ আগস্ট সোমবার পুলিশ অফিস কনফারেন্স রুমে “মিথ্যা মামলার বিরুদ্ধে আইনগত প্রতিকার” শীর্ষক ফোকাস গ্রুপ ডিসকাশন(এফজিডি) অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ডিসকাশনে প্রধান অতিথি ছিলেন পুলিশ স্টাফ কলেজের পরিচালক(গবেষণা ও প্রকাশনা) ডঃ মোহাম্মদ শাহ্জাহান পিপিএম বার।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সালাউদ্দিন, ডাঃ সামির হোসেন মিশু, প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন,পিপি আব্দুল মতিন, স্পেশাল পিপি নরেশ মুখার্জি,এডভোকেট রুপালী এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।