সারা বিশ্বে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে প্রায় ১ কোটি ৪৮ লাখ
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস।গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস এবং এ পর্যন্ত সাত লাখ ৭৩ হাজার ২০ জন রোগী মারা গেছে। সুস্থ হয়ে ফিরেছেন প্রায় এক কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৬৭০ জন। সারা বিশ্বে এ পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২ কোটি ২০ লাখের বেশি মানুষ।করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বর্তমানে ৬৪ লাখ ৮০ হাজার ৪৪০ জন চিকিৎসাধীন এবং ৬২ হাজার ৬৫ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এ ভাইরাসে।
দেশে দেশে ক্রমশই বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা এ পর্যন্ত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৯ লাখ ৭৩ হাজার ৫৮৭ জন, ব্রাজিলে ২৪ লাখ ৭৮ হাজার ৪৯৪, ভারতে ১৯ লাখ ৭৬ হাজার ২৪৮, রাশিয়ায় সাত লাখ ৩৬ হাজার ১০১, দক্ষিণ আফ্রিকায় চার লাখ ৭৭ হাজার ৬৭১, পেরুতে তিন লাখ ৬৫ হাজার ৩৬৭, চিলিতে তিন লাখ ৬০ হাজার ৩৮৫, মেক্সিকোতে তিন লাখ ৫৯ হাজার ৩৪৭, ইরানে দুই লাখ ৯৯ হাজার ১৫৭, পাকিস্তানে দুই লাখ ৬৯ হাজার ৮৭, সৌদি আরবে দুই লাখ ৬৮ হাজার ৩৮৫, তুরস্কে দুই লাখ ৩১ হাজার ৯৭১, ইতালিতে দুই লাখ তিন হাজার ৯৬৮, জার্মানিতে দুই লাখ দুই হাজার ৯০০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১, বাংলাদেশে এক লাখ ৬০ হাজার ৫৯১, কাতারে এক লাখ ১২ হাজার ৮৮, কানাডায় এক লাখ ৯ হাজার ৫৯, ফ্রান্সে ৮৪ হাজার ৬৫ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৬৪২ জন সুস্থ হয়ে উঠেছে। গতকাল পর্যন্ত বাংলাদেশ মোট আক্রান্ত ২৭৬৫৪৯ জন,সুস্থ হয়েছেন ১৫৮৯৫০ জন, মোট মৃত্যু বরন করেছেন ৩৬৫৭ জন।