১০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো বিশ্ববাসী

গত রোববার ১৬ (আগস্ট) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেথ ভ্যালিতে ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেখানে ১৩০ ডিগ্রি ফারেনহাইট (৫৪.৪ ডিগ্রি সে.) রেকর্ড করা হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) এর তথ্য অনুযায়ী ডেথ ভ্যালিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৫৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ওই রেকর্ড ১০০ বছরের বেশি আগের।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয় যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবদাহ চলছে। ২০১৩ সালে ডেথ ভ্যালিতে ৫৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড হয়। প্রায় এক শতাব্দী আগে এই ডেথ ভ্যালিতে ৫৬ দশমিক ৬ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড হয়। কিন্তু এই রেকর্ড নিয়ে প্রশ্ন রয়েছে। সেহিসাবে পৃথিবীতে এখন পর্যন্ত নির্ভরযোগ্য যে রেকর্ড রাখা আছে, সে অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড তৈরি হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের একটি স্থানে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
চলমান দাবদাহের কারণে যুক্তরাষ্ট্রের ঐ অঞ্চলে আগামী ১০ দিন তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তিন মাত্রার জরুরি সতর্কতা জারি করেছে ক্যালিফোর্নিয়া ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর (সিআইএসও)। ডেথ ভ্যালিতে কর্মরত ব্রান্ডি স্টুয়ার্ট বলেন এ সময় গরম টের পাবেন, মনে হবে যেন ওভেনের মধ্য দিয়ে হাঁটছেন আর চারপাশ থেকে তাপ ছড়াচ্ছে, মারাত্মক গরম, যেন মুখ পুড়ে যায়।