বগুড়ায় নতুন করে ৬৫ জনের করোনা শনাক্ত, নতুন সুস্থ ১০৯ জন
বগুড়ায় ২৪ ঘন্টায় ২৩১ টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও ৬৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯৭ জন। নতুন করে ১০৯ জন রোগী সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০৫ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৫৯ জন রোগী।
নতুন করে করোনা আক্রান্ত কেউ মৃত্যুবরণ করায় বগুড়ায় মোট মৃত্যুর সংখ্যা ১৩৩ জনে অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার , ১৮ আগষ্ট সকাল ১১ টায় অনলাইন ব্রিফিংয়ে খবরটি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ ফারজানুল ইসলাম।
২৪ ঘন্টায় করোনা শনাক্তদের মধ্যে পুরুষ ৪৪ জন, নারী ১৮ জন, শিশু ৩ জন।
সংক্রমিত দের মধ্যে সদর ৪৭জন, শিবগঞ্জ ৪জন, ধুনট ৪জন, কাহালু ৩জন, গাবতলী ৩ জন, দুপচাঁচিয়া ২জন, শেরপুর ও সোনাতলায় একজন করে করোনা আক্রান্ত হয়েছেন।
১৭ আগষ্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে বগুড়া ১৯৮ টি নমুনা পরীক্ষার মধ্যে ফলাফলে করোনা পজিটিভ এসেছেন ৪৫ জনের করোনা পজিটিভ এসেছে এবং টিএমএসএসের আর টি পিসিআর ল্যাবে ৩৩টি নমুনা পরীক্ষার ফলাফলে ২০ জনের করোনা পজিটিভ এসেছে।