বগুড়া সদর উপজেলা

বগুড়ায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে জরিমানা

বগুড়ায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে সদর উপজেলায় দুই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৮ আগস্ট মঙ্গলবার সকালে সদর উপজেলার তিনমাথা রেলগেইট ও কলোনি এলাকায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী এবং নাছিম রেজার পৃথক অভিযান পরিচালনা করেন।


জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে সকালে সদর উপজেলার তিনমাথা রেইলগেট এলাকায় নিঝুম ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী।

এদিকে, একই অপরাধে সদর উপজেলার কলোনি এলাকায় মুন্নু ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা।


অভিযানে আরও উপস্থিত ছিলেন মেডিসিন প্রশাসনের প্রতিনিধি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button