স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না গণপরিবহনে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া
করোনা মহামারীর কারনে দেশে প্রথমে সীমিত আকারে স্বাস্থ্য বিধি মেনে গনপরিবহন খুলে দেওয়া হলেও এখন পুরোদমে চলছে গণপরিবহন। কিন্তু অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাসেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
বিআরটিএ বলছে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা দরকার। স্বাস্থ্য বিধির নিয়ম অনুযায়ী হাত জীবণুমুক্ত করা, তাপমাত্রা মাপাসহ কোনো স্বাস্থ্যবিধিই পুরোপুরি মানা হচ্ছে না। এক্ষেত্রে অনেকটাই গা ছাড়া মনোভাব পরিবহন শ্রমিকদের।
সামাজিক দূরত্ব বজায় রেখে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের সরকারি নির্দেশনা থাকলেও দেশের বেশিরভাগ জায়গায় তা মানতে দেখা যায় নি।
বর্তমানে প্রতি আসনেই যাত্রী নেয়া হলেও আদায় করা হচ্ছে ৬০ শতাংশ বাড়তি ভাড়া। এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ উক্ত বিষয়ে বুধবার পরিবহন মালিক সমিতির সঙ্গে জরুরি সভায় বসবে তারপরও কেউ বিধি না মানলে নেয়া হবে কঠোর ব্যবস্থা।