বগুড়া সদর উপজেলা
বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বগুড়া ফটোগ্রাফি ক্লাবের ত্রাণ বিতরণ

বিশ্ব আলোকচিত্র দিবসে বগুড়া ফটোগ্রাফি ক্লাব বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছে।
১৯ আগস্ট গাইবান্ধার কামারজানি এলাকার ৩৬৬ টি বানভাসি পরিবারকে খাদ্য সামগ্রী (ত্রাণ) বিতরন করা হয়।
বগুড়া ফটোগ্রাফি ক্লাব প্রতিবারই এই কার্যক্রম করে আসছে বিশ্ব আলোকচিত্র দিবসে। এবারের কার্যক্রমে উপস্থিত ছিলেন বগুড়া ফটোগ্রাফি ক্লাবের ফাউন্ডার ও প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব। তার সাথে ছিলেন উপদেষ্টা নোমান খান, আমিনুল শাওন, সামিউল হাসিব সম্পদ, খাইরুল সামির সহ আরো অনেকে।
সামনের দিনগুলোতে এই রকম মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ক্লাবের সদস্যরা।