জাতীয়

৩৮ দশমিক ১৫ বিলিয়ন ডলার রিজার্ভের রেকর্ড: বাংলাদেশ ব্যাংক

মঙ্গলবার (১৮ আগস্ট) পর্যন্ত দেশে মোট রিজার্ভ এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ দশমিক ১৫ বিলিয়ন বা ৩ হাজার ৮১৫ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন (রিজার্ভ) এর পরিমাণ বাড়ছে দিনে দিনে। আমদানি ব্যয়ের চাপ আগের চেয়ে অনেক কম হওয়ায় এবং দাতা সংস্থা, বিশ্বব্যাংক, আইএমএফ ও জাইকার বৈদেশিক ঋণ সহায়তা ও বিশ্ব সংস্থার অনুদানের কারণে রিজার্ভের পরিমাণ বাড়ছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বছররের জুলাই মাসে ২৫৯ কোটি ৯৫ লাখ ডলার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। একক মাস হিসাবে যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। এর আগে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল চলতি বছরের জুন মাসে।সংশ্লিষ্টরা বলছেন, নগদ প্রণোদনা দেয়ায় বৈধ পথে রেমিট্যান্স এর পরিমাণ বাড়ছে দিনে দিনে।অন্যদিকে চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটেও রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত রাখা হয়েছে।

গত ২০১৯-২০ অর্থবছরে প্রবাসীরা মোট ১ হাজার ৮২০ কোটি ৪৯ লাখ ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছিলেন এবং ২০১৮-১৯ অর্থ বছরে ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে ১৭৮ কোটি ৫৩ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী মোট রিজার্ভ এর পরিমাণ বাংলাদেশী টাকায় প্রায় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ২৪ হাজার কোটি টাকা।প্রতিমাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসেবে মজুত এই বৈদেশিক মুদ্রা দিয়ে প্রায় সাড়ে ৯ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

এই বিভাগের অন্য খবর

Back to top button