অবশেষে মাহিয়া মাহি চূড়ান্ত আলোচিত সিনেমা ‘আর্শীবাদ’ এর জন্য
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এবং সরকারি অনুদান প্রাপ্ত সিনেমা ‘আশীর্বাদ’ এর জন্য চুক্তিবদ্ধ হওয়ার খবর দেন অপু বিশ্বাস। তবে চুক্তি সম্পাদনের দুই দিনের মাথায় এসে অপু বিশ্বাস জানান তিনি ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। এর পরপরই সেখানে জায়গা নিয়ে নিলেন মাহিয়া মাহি। ‘আশীর্বাদ’ সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তিনি এমনটি জানিয়েছেন মাহি নিজেই।
প্রযোজক এবং কাহিনী ও চিত্রনাট্য রচয়িতা জেনিফার ফেরদৌস বলেন ‘আশীর্বাদ ছবির প্রধান নারী চরিত্র সুবর্ণার জন্য নায়িকা খুঁজছিলাম। অবশেষে মাহিয়া মাহিকে আমরা চুক্তিবদ্ধ করেছি। আশা করছি ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকার সঙ্গে আমাদের কাজের দারুণ অভিজ্ঞতা হবে।
অন্যদিকে প্রযোজক জেনিফার বলেন অপু বিশ্বাস সরে যায়নি। তাকে আমরাই বাদ দিয়েছি কারন চুক্তি স্বাক্ষরের দিন অপু বিশ্বাস একজন ফটোগ্রাফার নিয়ে আসেন। সেই ফটোগ্রাফারের ধারণ করা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেন অপু, যা আমার পক্ষ থেকে পুরোপুরি নিষেধ ছিল। এরপর তা সরিয়ে নেওয়ার অনুরোধ করেছি। কিন্তু বারবার বলার পরও সরাননি।