নকল এলইডি বাল্ব তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়া শহরের গওহর আলী প্লাজায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনুমোদনবিহীন এলইডি বাল্বসহ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম বাজারজাত করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী ভোক্তা অধিকার আইনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বিএসটিআই এর পরিদর্শনকারি কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহম্মেদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহ পরিচালক দেবাশীষ রায়, বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী সহ থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
বিএসটিআই এর পরিদর্শনকারি কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহম্মেদ জানান, গওহর আলী প্লাজার ৪র্থ তলায় আই আর ইলেকট্রনিক্স নামের দোকানে অভিযানকালে অনুমোদনবিহীন এলইডি বাল্ব, বিভিন্ন কোম্পানীর নামে এলইডি বাল্ব প্যাকটজাত করা ও বৈদ্যুতিক সরঞ্জাম পাওয়া যায়।
এসব বৈদ্যুতিক সরঞ্জামের বাজারজাত করার কোন অনুমোদন ছিল না। আবার একই ভবনের ৬ তলায় তারা গোডাউন ভাড়া নিয়ে এসব প্যাকেটজাত করতো। অনুমোদন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন