শিক্ষাস্কুল

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ছাপা হচ্ছে সাত কোটির বেশি বই

প্রতি বছর পহেলা জানুয়ারি দেশে উৎসবমুখর পরিবেশে বিনামূল্য বই বিতরণ করে সরকার।সে ধারাবাহিকতা রক্ষায় এ বছরও পহেলা জানুয়ারি বই উৎসব পালন করারা পরিকল্পনা করছে সরকার।

এবছর ১৩২ কোটি ৪১ লাখ ৫১ হাজার ৭৪৬ টাকা ব্যায়ে ছাপা হবে নতুন ৭ কোটি ২০ লাখ নয় হাজার ৩৭৩টি বই। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বুধবারের সভা শেষে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন দেশে করোনার প্রাদুর্ভাব কমে যাবে এবং প্রতি বছরের মতো আগামী পহেলা জানুয়ারি বই উৎসব হবে- এমনটা আশা করছে সরকার।

এর আগে মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হলে এক হাজার ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে যাচাই-বাছাই করে ৯৮ জনকে কাজ দেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রী।

অনলাইনে অনুষ্ঠিত এ সভায় কমিটির সদস্য মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button