করোনা আপডেট

বগুড়ায় নতুন করে আরও ৭৪ জনের করোনা শনাক্ত

বগুড়ায় ২৪ ঘন্টায় ৩২৯ টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও ৭৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৭ জন। নতুন করে ৬২ জন রোগী সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৪৬ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১১ জন রোগী।

নতুন করে করোনা আক্রান্ত হয়ে ৪ জন মৃত্যুবরণ করায় বগুড়ায় মোট মৃত্যুর সংখ্যা ১৪০ জন।

শুক্রবার , ২১ আগষ্ট সকাল ১১ টায় অনলাইন ব্রিফিংয়ে খবরটি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ ফারজানুল ইসলাম।

২৪ ঘন্টায় করোনা শনাক্তদের মধ্যে পুরুষ ৪৫ জন, নারী ২২ জন, শিশু ৭ জন।

সংক্রমিত দের মধ্যে সদর উপজেলার ৬০জন। অন্যান্য উপজেলার মধ্যে- শেরপুর ৬জন, সোনাতলা ২জন, দুপচাঁচিয়া ২জন, ধুনট ২জন, শিবগঞ্জ ও গাবতলী একজন করে করোনা আক্রান্ত হয়েছেন।

২০ আগষ্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে বগুড়া ২৮৯ টি নমুনা পরীক্ষার মধ্যে ফলাফলে ৫৪ জনের করোনা পজিটিভ এসেছে এবং টিএমএসএসের আর টি পিসিআর ল্যাবে ৪০টি নমুনা পরীক্ষার ফলাফলে ২০ জনের করোনা পজিটিভ এসেছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button