খেলাধুলা
ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সেভিয়া
ফাইনালে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়েছে সেভিয়া। ডি ইয়ংয়ের জোড়া গোলে আসরে নিজেদের ষষ্ট শিরোপা শোকেজে তুললো স্প্যানিশ ক্লাবটি।
জার্মানির কোলনে অবশ্য শুরুতেই এগিয়ে যায় ইন্টার। কাউন্টার অ্যাটাক ঠেকাতে গিয়ে ডি-বক্সে লুকাকুকে ফাউল করেন সেভিয়া ডিফেন্ডার কার্লোস। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন রোমেলু লুকাকু। ১২ মিনিটেই সমতায় ফেরে সেভিয়া। গোল করেন ডি ইয়ং। ৩৩ মিনিটে এগিয়ে যায় সেভিয়া। জোড়া পূরণ করেন এই ইয়ং।
তবে ২ মিনিট পর আবারও সমতায় ফেরে মিলান জায়ান্টরা। স্কোরশিটে নাম তোলেন গডিন। ২-২ গোলের সমতায় বিরতিতে যায় দু’দল। ফিরে এসে বলদখলের লড়াই চললেও গোলের দেখা পাচ্ছিলোনা কেউ।
তারপর ৭৪ মিনিটে দিয়েগো কার্লোসের বাইসাইকেল কিক লক্ষ্যভ্রষ্ট হলেও, তাতে পা ঠেকিয়ে সেভিয়াকে এগিয়ে দেন লুকাকু। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সেভিয়া।