করোনা আপডেট
গোটা বিশ্বে করোনাভাইরাস থেকে ১ কোটি ৫৭ লাখ মানুষ সুস্থ হয়েছেন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে এর আগে গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে এ ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ লাখের বেশি মানুষের।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ২ কোটি ৩১ লাখ ৯৭ হাজার ৮৫৭ জন মানুষ।তাদের মধ্যে বর্তমানে ৬৫ লাখ ৪৩ হাজার ৭৪৪ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৮৫০ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
তবে স্বস্তির খবর এই যে বর্তমানে দেশে দেশে সুস্থ রোগীর সংখ্যা বেড়েই চলছে। বিশ্বে মেট সুস্থ রোগীর সংখ্যা ১ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার ৯০১ জন।এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন।