২১ আগস্টে বগুড়া পৌর আওয়ামী লীগের কর্মসূচি
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুসহ সকল শহীদ, ২১শে আগস্ট গ্রেনেড হামলায় শহীদ, বগুড়া জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা ও বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না সহ করোনায় আক্রান্ত সকল নেতাকর্মীর রোগমুক্তি কামনায় করে বগুড়া পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
২১ আগস্ট শুক্রবার বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববির পরিচালনায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান বকুল, শেখ শামীম, এ্যাডনিস বাবু তালুকদার, জাহাঙ্গীর আলম অরুণ, শফিকুল ইসলাম শফিক, জিয়াউল হক বাবলা, শফিকুল ইসলাম নয়ন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী।