স্বপ্ন’র আউটলেট চালু হলো বগুড়ায়
২০০৮ সালে ব্যবসায়িক কার্যক্রমের যাত্রা শুরু করে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। গতকাল বগুড়াতে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে নতুন এই আউটলেটের উদ্বোধন করেন ‘স্বপ্ন’র পরিচালক (অপারেশনস) আবু নাসের। এতে বিশেষ অতিথি ছিলেন এমিকাস গ্রুপের চেয়ারম্যান খন্দকার এম আজাদ।
বগুড়ার মালতিনগর এলাকায় ডিসি বাংলামোড় সংলগ্ন বগুড়া কনভেনশন হলে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু হলো। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বর্তমানে স্বপ্নের ফ্র্যাঞ্চাইজিসহ ১৪০টি আউটলেট রয়েছে।
বর্তমানে প্রতিষ্ঠানটি মাছ, শাক-সবজি, ফলসহ নিত্যপ্রয়োজনীয় আরও অনেক পণ্য সরাসরি উত্তরবঙ্গের বগুড়াসহ বেশ কয়েকটি জায়গায় এলাকায় কৃষকের কাছ থেকে সংগ্রহ করে।পণ্যের গুণগত মান, দাম এবং সর্বোত্তম সেবার জন্য স্বপ্ন এর চাহিদা ও জনপ্রিয়তা প্রতিনিয়ত ক্রেতাদের মাঝে বেড়েই চলেছে।
গ্রাহকদের জন্য বিশেষ হোম ডেলিভারি ব্যাবস্থা রয়েছে ‘স্বপ্ন’ এর সুপারশপে।
বগুড়া :
01401188166
01313054865
আউটলেট থেকে হোম ডেলিভারি পেতে এবং পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
📷 মোঃ রহমত আলি