অলরাউন্ডার ক্যালিস জায়গা পেয়েছে আইসিসির ‘হল অব ফেম’এ

দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস কে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আজ বিকেলে তাদের ওয়েবসাইটে বিশ্ব ক্রিকেট এর সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘হল অব ফেম’-এ জায়গা পাওয়ার খবর নিশ্চিত করে।
নিজের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার অন্তত পাঁচ বছর পর এই স্বীকৃতির জন্য বিবেচিত হন ক্রিকেটাররা।এখন পর্যন্ত মোট ৯৩ জন সাবেক ক্রিকেটারকে হল অব ফেম এ অন্তর্ভুক্ত করল আইসিসি।
দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস তার ১৯ বছরের ক্যারিয়ারে প্রোটিয়াদের হয়ে ১৬৬টি টেস্ট, ৩২৮টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। টেস্ট ক্যারিয়ারে ব্যাট হাতে ৫৫.৩৭ গড়ে করেছেন ১৩ হাজার ২শ ৮৯ রান এবং সেঞ্চুরি করেছেন ৪৫ টি,বল হাতে উইকেট পেয়ছেন টেস্টে ২৯২টি।
অন্যদিকে ওয়ানডেতে করেছেন ১৭টি সেঞ্চুরি ও ১১ হাজার ৫শ ৭৯ রান এবং বল হাতে উইকেট পেয়ছেন ওয়ানডেতে ২৭৩টি।১৯৯৫ সালে অভিষেকের পর ২০১৪ সালে ক্রিকেটার জীবনের ইতি টানেন জ্যাক ক্যালিস। ব্যাট এবং বল হাতে দারুণ অর্জন সাবেক এই প্রোটিয়া অলরাউন্ডারের।