বগুড়ায় শতাব্দী পেট্রোল পাম্পে ৫০ হাজার টাকা জরিমানা
ওজন ও পরিমাপে কারচুপি অপরাধে দত্তবাড়ী শতাব্দী পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২৩ আগস্ট রোববার সকালে দত্তবাড়ী অবস্থিত শতাব্দী পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন।
তিনি জানান : শতাব্দী পেট্রোল পাম্প অক্টেনের ক্ষেত্রে ১০ লিটারে ২ লিটার এবং পেট্রোলের ক্ষেত্রে ১০ লিটারে ১ লিটার ওজন কম দিয়ে কারচুপি করছিল। তাই ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ ধারা অনুযায়ী ওজনে কম দেয়ায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়াও সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৭৫ ও ৭৬ ধারা অনুযায়ী মোটরযানের ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন সনদ বিহীন অবস্থায় যানবহন চালানোর অপরাধে ৪ টি মামলায় ৭০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস আরা ও পাপিয়া সুলতানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারা অনুযায়ী উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্নের তারিখ ছাড়া ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদন করায় মাটিডালির কোয়ালিটি আইসক্রিম কে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম রাশেদুল ইসলাম।
একই অপরাধে সিরাজুম মুনিরা চানাচুর ফ্যাক্টরিকে ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাসনিমুজ্জামান।